রাব্বানীকে জিএস পদ থেকে অপসারণের আল্টিমেটাম

রাব্বানীকে জিএস পদ থেকে অপসারণের আল্টিমেটাম

ডাকসু’র জিএস পদ থেকে গোলাম রাব্বানী ও ঢাবির সিনেট সদস্য পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

রবিবার দুপর ১২টায় ঢাবি ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি করেন তারা। তার আগে একই দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে ইতিমধ্যে গোলামা রাব্বানীকে ও শুভনকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখন সময়ের দাবি তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। সেইসঙ্গে ঢাবিতে তাদের যত পদপদবী আছে এগুলো থেকে তাদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। চাঁদাবাজ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সালমান ফরাজি, সাংগঠিনক মো. সজিব প্রমুখ।