সিটি নির্বাচনের সুষ্ঠু ভোটের মাহাত্ম্য নষ্ট করতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ: দাবি প্রক্টরের

সিটি নির্বাচনের সুষ্ঠু ভোটের মাহাত্ম্য নষ্ট করতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ: দাবি প্রক্টরের

সিটি কর্পোরেশন নির্বাচনের মহাত্ম্য নষ্ট করতে একটি গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় আবারো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ দাবি করেন।

এর আগে সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্টচক্র এর সঙ্গে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কেন বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে- জানতে চাইলে প্রক্টর বলেন, ‘নিশ্চয়ই কোনো গোষ্ঠী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি করপোরেশন নির্বাচনের মাহাত্ম্যকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের ধরে আইনের আওতায় আনা হবে।’

এর আগেও গত বছরের শেষের ও চলতি বছরের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় পাঁচদিনে প্রায় ১০ দফা ককটেল বিস্ফোরণ করা হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি প্রশাসন।