টেস্টে ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না

টেস্টে ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না

ঢাকা, ২৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে না। ঢাকা বোর্ড থেকে এ বিষয়ে একটি আদেশের চিঠি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছয় মাস সংরক্ষরণ করতে হবে প্রতিষ্ঠানপ্রধানদের।

জানা গেছে, মূলত প্রশ্ন ফাঁস রোধের একটি অংশ হিসেবেই এই আদেশ জারি করা হয়েছে। সাধারণত মেধাবী শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের পেছনে ছোটে না। যারা দু-তিন বিষয়ে ফেল করে, তারাই আগে থেকে প্রশ্নের পেছনে ছোটে। এই আদেশের মাধ্যমে এখন থেকে অনুত্তীর্ণদের আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে প্রতিষ্ঠানপ্রধান এবং ম্যানেজিং কমিটির ইচ্ছা-অনিচ্ছার ওপর পাবলিক পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এক-দুই বিষয়ে ফেল করলে নির্দিষ্ট অঙ্কের টাকা জরিমানা দিলেই নির্বাচনী পরীক্ষায় পাস দেখিয়ে দেওয়া হয়। এর পর শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।

গত ৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠায়। দুদকের চিঠিতে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১১১০ঘ.)