নির্বাচন করতে পারবেন হিরো আলম

নির্বাচন করতে পারবেন হিরো আলম

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশ নিতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন তার মনোনয়ন বাতিলের ঘোষণা করেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’ পরে হাইকোর্টে গেলে হিরো আলমকে নির্বাচন করার জন্য আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭০০ঘ.)