শুভেচ্ছাদূত হলেন মিস বাংলাদেশ ঐশী

শুভেচ্ছাদূত হলেন মিস বাংলাদেশ ঐশী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার তিনি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের পণ্য শুভেচ্ছাদূত হিসেবে যাত্রা শুরু করলেন। হুয়াওয়ে বাংলাদেশের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রেও মিস বাংলাদেশ খ্যাত ঐশীকে দেখা যাবে।

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের পণ্য শুভেচ্ছাদূত হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে ঐশী বলেন, ‘আমি খুবই খুশি। সারাবিশ্বের সুনাম কুড়ানো হুয়াওয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, হুয়াওয়ে বাংলাদেশের সঙ্গে আমার এ পথচলা শুভ হবে। এর মাধ্যমে বেশ বড় পরিসরে আমার কাজের পথ সুগম হলো। দর্শক ও ফ্যানদের ভালো কাজ উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।’

এদিকে ঐশী প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘দোতরা’ শিরোনামের গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী অভিনেতা সিয়াম আহমেদ। ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। ‘দোতরা’ গানটি লিখেছেন শ্রাবণ সাব্বির আর সুর করেছেন বিবেক। আসছে বৈশাখে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে ফিরে আসার পর আমি অপেক্ষায় ছিলাম ভালো কিছুর মাধ্যমে যাত্রা শুরুর। সেই সময় নির্মাতা তানিম রহমান অংশু এই গানটির ভিডিওর জন্য আমাকে প্রস্তাব দেন। ভিডিওর গল্প শুনে আমার বেশ ভালো লাগায় এতে কাজ করতে রাজি হই। মিউজিক ভিডিওটি নাচ-গান দিয়েই সাজানো হয়েছে। আশা করছি দর্শকদের এটি মন ভরাবে। শুধু মিউজিক ভিডিও নয়, আগামী নাটক-টেলিছবির কাজ ব্যস্ত সময় কাটবে বলে আশা করছি।’

এমজে/