বধূ সাজে ভাবনা!

বধূ সাজে ভাবনা!

লাল বেনারসি পরে বধূ সাজে বসে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে তার চোখে মুখে ভয়ের ছাপ স্পস্ট। খোঁজ নিয়ে জানা গেল, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে সে। খুঁজছে নিরাপদ আশ্রয়। কারণ তার পেছনে তাড়া করছে একদল হায়েনা।

মাওয়া ঘাটে এসে পৌঁছালে মেয়েটি দেখতে পায়, একটি গাড়ির দরজা খোলা। নিজেকে বাঁচাতে, সে ওই গাড়ির ভেতর আশ্রয় নেয়। নানা ঘটনার মধ্য দিয়ে রাজধানী শহরে এসে পৌঁছায় মেয়েটি। শুরু হয় চড়াই-উতরাইয়ের গল্প।

এমনই এক গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ তৈরি করেছেন ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’। এতে জোছনা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।আরও আছেন চঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, প্রাণ রায়, রুনা খানসহ অনেকে।

নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে এই কাজটি করেছি। বলা যায়, এটি ভিন্ন ঘরানার একটি নাটক। এতে চঞ্চল চৌধুরীকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। তার সংলাপ বলার ধরণই আলাদা। প্রতিটি শিল্পী তার গণ্ডির বাইরে গিয়ে কাজ করেছেন।’

নির্মাতা জানান, ‘জোছনাময়ী’ নাটকটি আজ থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নাগরিক টিভিতে রাত ৯টায় প্রচার হবে।

এমজে/