‘আমি সালমা বলেই এত কথা’

‘আমি সালমা বলেই এত কথা’

ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে গত বছর শেষ দিকে বিয়ে করেন সংগীতশিল্পী সালমা। কয়েক মাস যেতে না যেতে প্রকাশ্যে এলো, সালমার স্বামী সাগরের দ্বিতীয় বিয়ের কথা। এর আগে ২০১৪ সালের ৩ জুন, সাগর ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন। স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন প্রথম স্ত্রীর মা। মামলা এবং অভিযোগের ব্যাপারে সবই জেনেছেন কণ্ঠশিল্পী সালমা।

এ প্রসঙ্গে সালমা বলেন, ‘সাগরের বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর অভিযোগগুলো শুনলাম। এ বিষয়ে কি বলবো, আমার জানা নেই। আর সাগরের অতীত নিয়ে আমার কথা বলা কি ঠিক হবে? সাগর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। ও দেশে এসেই এ বিষয়ে কথা বলবে এবং ব্যবস্থা নেবে।’

সানাউল্লাহ নূরে সাগর এর আগে বিয়ে করেছে, তা কি আপনি জানতেন? উত্তরে সালমা বলেন, ‘হ্যাঁ, প্রথম স্ত্রীর সম্পর্কে সাগর সব কিছুই আমাকে বলেছে। এটা তার জীবনের একটা দুর্ঘটনা বলে আমাকে জানিয়েছে। সঙ্গে এও বলেছে, প্রায় এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, সাগর একজন অ্যাডভোকেট। আইনের উপর তার শ্রদ্ধা এবং জ্ঞানও আছে। আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করেই সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে এবং দ্বিতীয় বিয়ে করেছে। একটা সাধারণ মানুষ বিয়ে, বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করতেই পারে। বিষয়গুলো সঠিকভাবে সম্পন্ন হলে, এ নিয়ে কোনো কথাই হয় না। সাগরের এই বিষয়টি নিয়েও কোনো আলোচনা হওয়ার কথা ছিল না। যদি আমি যুক্ত না থাকতাম। আমি সালমা বলেই এত কথা।’

প্রথম স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ এসেছে, সাগর পলাতক আছেন এবং গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এছাড়াও তিনি প্রথম স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতেন? এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আমি গোপনে বিয়ে করিনি। সংবাদ সম্মেলন করে বিয়ের কথা জানিয়েছি। আর সাগরও পলাতক না, সংবাদিক বন্ধুরা এটা ভালো করেই জানেন। সাগর যে ক’দিন দেশে ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমার সঙ্গেই ছিলেন। আর যৌতুক ও নির্যাতনে বিষয়টা গতকালই দেখলাম, ইউটিউব ও ফেসবুকে সাগর ও তার প্রথম স্ত্রীর বেশ কিছু রোমান্টিক ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলো দেখে মনে হয়নি, কেউ নির্যাতিত হয়েছে। আসলে এ বিষয়গুলো নিয়ে সাগরের কথা বলাই ভালো। আশা করি, খুব জলদি এর উত্তর মিলবে।’

সালমা আরও জানান, প্রথম স্ত্রীর পক্ষ থেকে দায়ের করা মামলা ও অভিযোগ নিয়ে গতকাল রাতে স্বামীর সঙ্গে কথা বলেছেন সালমা। সত্য-মিথ্যা প্রকাশ্যে আনতে সাগর খুব শিগগিরই দেশে আসছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন মৌসুমী আক্তার সালমা। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। পরের বছর ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা’র জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

এমজে/