করোনার কারণে নতুন আঙ্গিকে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’

করোনার কারণে নতুন আঙ্গিকে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’

মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলারধর্মী উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে কলকাতার সৃজিত মুখার্জি ওয়েব সিরিজ করছেন। তবে এতে সম্ভবত ঢাকার কোনো অভিনয়শিল্পী থাকছেন না। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈচৈ’র চার বছর পূর্তিতে একগুচ্ছ নতুন শো-এর ঘোষণা আসে শুক্রবার। এর মধ্যে অন্যতম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। প্রকাশ হয়েছে পোস্টারও।

সেই পোস্টার শেয়ার করে ফেসবুকে সৃজিত বলেন, এটা হৈচৈ’র সঙ্গে আর প্রথম কাজ। চেয়েছিলাম বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়ে সেখানেই শুট করবো। দুর্ভাগ্যজনকভাবে করোনা পরিস্থিতিতে তা সম্ভব নয়।

এর আগে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র মুসকান জুবেরি চরিত্রে জয়া আহসান ও পরীমণির নাম শোনা গিয়েছিল। তবে কোনো পক্ষই এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি তখন। সিরিজটিতে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সংযুক্তির কথা শোনা গিয়েছিল।

এমজে/