সেলফি তুলতে না চাওয়ায় সোনু নিগমের ওপর হামলা

সেলফি তুলতে না চাওয়ায় সোনু নিগমের ওপর হামলা

মুম্বইয়ে হামলার শিকার হলেন সংগীতশিল্পী সোনু নিগম। সোমবার রাতে চেম্বুরে একটি অনুষ্ঠান করার সময় উদ্ধব ঠাকরের শিবসেনার এক বিধায়ক পুত্রের সঙ্গে সেলফি তুলতে অস্বীকৃতি প্রকাশ করায় অনুষ্ঠান শেষে সোনুকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসেন বন্ধু রাব্বানি।

তাকেও ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেয়া হয়। সোনুকে বাঁচাতে তার দেহরক্ষীরা তাকে ঘিরে ধরলে বিধায়ক পুত্রের দলবল তাদের আক্রমণ করে। দু’জন এই ঘটনায় গুরুতর চোট পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে আছেন রাব্বানিও। সোমবার গভীর রাতে সোনু নিগম আহতদের দেখতে হাসপাতালে যান। তার চোট তেমন গুরুতর নয়।

সোনুর ওপর এই আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে যায়। বিধায়ক পুত্রকে গ্রেপ্তারের দাবি উঠেছে। সোনু এক বিবৃতিতে জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন তিনি কোনও ছবি তোলেন না। কিন্তু, বিধায়কপুত্র তাকে সেলফি তোলার জন্য জোর করছিলেন। তিনি বারবার তাকে প্রত্যাখ্যান করেন। তার পরিণতি এত ভয়ঙ্কর হবে তিনি কখনও তা ভাবেননি।