অবশেষে ধর্মঘট থামাল হলিউডের লেখকেরা

অবশেষে ধর্মঘট থামাল হলিউডের লেখকেরা

প্রায় পাঁচ মাস ধরে চলা হলিউড লেখক-অভিনয়শিল্পীদের ধর্মঘট অবশেষে শেষ হয়েছে। লেখক এবং প্রযোজকরা এখন ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ ধর্মঘট শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছেন। খবর বিবিসির

চলতি বছরের ২ মে থেকে শুরু হওয়া ধর্মঘটে ১১ হাজারেরও ফিল্ম এবং টিভি লেখক ধর্মঘটে অংশগ্রহণ করেছেন যারা স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরও ভাল কাজের দাবি করছেন। তারা যুক্তি দিয়েছেন যে স্টুডিওগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে যে আয় করেছে সেই তুলনায় তাদের ক্ষতিপূরণ মিলছে না। লেখকরা নতুন নিয়মও চান যাতে স্টুডিওগুলিকে টিভি শোগুলির জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সংখ্যক লেখক নিয়োগ করতে হবে।

বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে একটা চুক্তি করতে চেয়েছিল লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়াতেই এই ধর্মঘটের ডাক দেন লেখকেরা।