ইতিহাসের এ দিনে : ১৬ জানুয়ারি

ইতিহাসের এ দিনে : ১৬ জানুয়ারি

০৯২৯ সালের এ দিনে স্পেনের মুসলিম শাসক আবদুর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানি স্থাপন করে খিলাফত প্রতিষ্ঠা করেন।
১৪৯২ সালের এ দিনে স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।
১৫৪৭ সালের এ দিনে প্রথম রুশ জার ইভান দা টেরিবলের অভিষেক হয়।
১৬০৫ সালের এ দিনে বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ করে।
১৬৬৬ সালের এ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ড যুদ্ধ ঘোষণা করে।
১৭৬১ সালের এ দিনে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।
১৭৬৮ সালের এ দিনে কলকাতায় প্রথম ঘৌড়া দৌড় শুরু হয়।
১৮৪৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়।
১৯২০ সালের এ দিনে লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯২২ সালের এ দিনে কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৩ সালের এ দিনে চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সুন জোংসানের নেতৃতাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয়।
১৯২৯ সালের এ দিনে বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩ সালের এ দিনে উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালায়।
১৯৪৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের এসেনওয়া কোরিয়া যুদ্ধে যৌথ বাহিনীর সেনাপতি নিযুক্ত হন।
১৯৪৫ সালের এ দিনে এডলফ হিটলার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় গ্রহণ করেন।
১৯৫৬ সালের এ দিনে মিসরের প্রসিডেন্ট গামাল আবদেল নামের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষনা দেন।
১৯৬৬ সালের এ দিনে নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ করে।
১৯৬৯ সালের এ দিনে প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথম বার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশুন্যে আরও ৪ ঘন্টা পরিভ্রমন করে।
১৯৭০ সালের এ দিনে গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭৩ সালের এ দিনে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে।
১৯৭৫ সালের এ দিনে পতুর্গাল আ্যংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়।
১৯৭৯ সালের এ দিনে প্রচন্ড গণবিক্ষোভের মুখে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী ইরান ত্যাগ করেন।
১৯৮২ সালের এ দিনে ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভানটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৮৬ সালের এ দিনে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৮৭ সালের এ দিনে কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ সালের এ দিনে পারস্য উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষনা করে।
১৯৯৬ সালের এ দিনে সিয়েরা লিওনে অভ্যুত্থান অনুষ্ঠিত হয় এবং সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত হন।
২০০০ সালের এ দিনে রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০১ সালের এ দিনে নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।
২০০২ সালের এ দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
২০০৬ সালের এ দিনে আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক ঘটে।১৭৪৯ সালের এ দিনে ইতালীয় কবি ও নাট্যকার ভিত্তোরিও আলফিয়েরি জন্ম গ্রহণ করেন।
১৮২১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন সি. ব্রেকইনরিডগে, তিনি ছিলেন আমেরিকান জেনারেল, রাজনীতিবিদ ও ১৪ তম উপ-রাষ্ট্রপতি।
১৮৪৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসমাইল কেমালি, তিনি ছিলেন আলবেনিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
১৮৫৫ সালের এ দিনে স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস জন্মগ্রহণ করেন।
১৮৬৮ সালের এ দিনে দার্শনিক হীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।
১৮৭৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট সার্ভিস, তিনি ছিলেন বিখ্যাত কানাডীয় কবি।
১৮৮৮ সালের এ দিনে শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. প্রিয়দারঞ্জন রায় জন্মগ্রহণ করেন।
১৯০০ সালের এ দিনে ভাষাবিদ ও শিক্ষাবিদ সুকুমার সেন জন্মগ্রহণ করেন।
১৯০১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুকুমার সেন, তিনি ছিলেন বাংলা ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।
১৯০১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফুলগেনসিও বাতিস্তা, তিনি ছিলেন কিউবান কর্নেল, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
১৯১০ সালের এ দিনে রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯১১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এদুয়ার্দো নিকানোর ফ্রেই মোন্তাল্‌বা, তিনি ছিলেন চিলির আইনজীবী, রাজনীতিবিদ ও ২৮ তম প্রেসিডেন্ট।
১৯১৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোঃ মনসুর আলী, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৩৩ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান সনট্যাগ, তিনি খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
১৯৪৬ সালের এ দিনে ভারতের অভিনেতা কবির বেদি জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কারপেন্টার, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সুরকার।
১৯৫৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন জোল, তিনি সাবেক ডাচ ফুটবলার ও ম্যানেজার।
১৯৭১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্জি ব্রুগুয়েরা, তিনি সাবেক স্প্যানিশ টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি জামরা, তিনি ইংরেজ ফুটবল।
১৯৮৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাব্য বিশ্বনাথন, তিনি ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলা প্যারেটো, তিনি আর্জেন্টিনার মহিলা জুডোকা।
১৫৯৯ সালের এ দিনে কবি এডমান্ড স্পেন্সার মৃত্যুবরণ করেন।
১৭৯৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড গিবন, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
১৯১৫ সালের এ দিনে মৃত্যুবরণ করেন খাজা সলিমুল্লাহ, তিনি ছিলেন ঢাকার নবাব।
১৯১৯ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্কিস্ক ডি পাউলা রডরিগুয়েজ আলভেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
১৯৩৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
১৯৫৭ সালের এ দিনে ইতালির খ্যাতনামা সঙ্গীতজ্ঞ আর্তোর তুসকানি পরলোকগমন করেছিলেন।
১৯৮১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বার্নার্ড লি, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
১৯৯৮ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ডিমিত্রিস হর্ন, তিনি ছিলেন গ্রিক অভিনেতা।
২০০১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লরা কাবিলা, তিনি ছিলেন কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন রুথ ডুচ্চিনি, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

এমজে