ইতিহাসের এ দিনে, ২৬ জানুয়ারি

ইতিহাসের এ দিনে, ২৬ জানুয়ারি


আজ আন্তর্জাতিক শুল্ক দিবস
১৫৩১ সালের এ দিনে পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
১৫৬৫ সালের এ দিনে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
১৬০৯ সালের এ দিনে তুরস্কের সঙ্গে অস্ট্রিয়া, রাশিয়া, পোল্যান্ড ও ডেনিসের কারলো উইজ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৬৪ সালের এ দিনে প্রথম বাঙালি তথা ভারতীয় মির্জা ইহতিশাম বিলাত যাত্রা করেন।
১৮৪১ সালের এ দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯১৮ সালের এ দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০ সালের এ দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৩১ সালের এ দিনে সরকারের সঙ্গে আলোচনার জন্য ভারতের কারাগার থেকে মাহাত্মা গান্ধীকে মুক্তি দেয়া হয়।
১৯৩৪ সালের এ দিনে জার্মানের সঙ্গে পোল্যান্ডের ১০ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৭ সালের এ দিনে ডেনমার্কে বিমান দুর্ঘটনায় সুইডেনের যুবরাজ গুস্তাব এডলফ নিহত হন।
১৯৫০ সালের এ দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই তারিখটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
১৯৫২ সালের এ দিনে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।
১৯৫৭ সালের এ দিনে ভারতের সঙ্গে একত্রীকরণের জন্যে কাশ্মীল সংবিধান কার্যকর হয়।
১৯৬৫ সালের এ দিনে হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
১৯৮২ সালের এ দিনে তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ সালের এ দিনে ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
১৯৯৩ সালের এ দিনে ডাকলাভ হাভেল নতুন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৬ সালের এ দিনে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হবার পর পোলিশ প্রধানমন্ত্রী জোসেফ ওয়েলেস্কির পদত্যাগ করেন।
২০০১ সালের এ দিনে একটি ভূমিকম্প ভারতের গুজরাট শহরে ২০,০০০-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেন।
২০০৪ সালের এ দিনে রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১১ঘ.)