ইতিহাসের এ দিনে : ২৫ জুলাই

ইতিহাসের এ দিনে : ২৫ জুলাই

১৫৮১ সালের এ দিনে হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৯৯ সালের এ দিনে আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
১৮১৪ সালের এ দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৪৮ সালের এ দিনে অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৯৪ সালের এ দিনে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ সালের এ দিনে মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৩৮ সালের এ দিনে ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।
১৯৫৭ সালের এ দিনে ন্যাশনাল আওয়ামী পার্টি [ন্যাপ] গঠিত হয়।
১৯৭৮ সালের এ দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রণ শিশুর জন্ম হয়।
১৯৪৬ সালের এ দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
১৯৯৩ সালের এ দিনে দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।
১৭৯৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেবিড ডগলাস, তিনি ছিলেন স্কটিশ উদ্ভিদবিদ।
১৮৭৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম করবেট, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ শিকারী, পরিবেশবিদ ও লেখক।
১৮৭৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানী এলিজাবেথ, তিনি ছিলেন বেলজিয়ামের রানী।
১৮৯৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার ব্রেনান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৮৯৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাভ্রিলো প্রিন্সিপ, তিনি ছিলেন অস্ট্রিয়া বংশোদ্ভূত হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তাঁর স্ত্রীর আততায়ী।
১৯০১ সালের এ দিনে জন্ম গ্রহণ মনোজ বসু, তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালী সাহিত্যিক।
১৯০৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলিয়াস কানেটি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান সুইস লেখক ও নাট্যকার।
১৯২০ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ।
১৯৩৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদনান কহাসোগি, তিনি সৌদি আরব ব্যবসায়ী।
১৯৩৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন মার্কাট, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান স্থপতি ও শিক্ষাবিদ।
১৯৩৯ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, তিনি বাংলাদেশের বহুমুখী প্রতিভার অধিকারী একজন সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
১৯৫২ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ডো সউটো ডে মউরা, তিনি পর্তুগিজ স্থপতি ও এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগারের পরিকল্পনাকারী।
১৯৫৫ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমান, তিনি সোমালী বংশোদ্ভূত ইংরেজ মডেল ও অভিনেত্রী।
১৯৫৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন থুরস্টোন মুর, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
১৯৬৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট লেব্লাঞ্চ, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
১৯৭৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিফাত বিন সাত্তার, তিনি গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।
১৯৮১ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন য়ুইচি কোমানো, তিনি জাপানি ফুটবলার।
১৯৮৬ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিভানিল্ডো ভিয়েরা ডি সুজা (তবে বিশ্ব ফুটবল অঙ্গনে ‘হাল্ক’ নামেই তিনি সমধিক পরিচিত), তিনি ব্রাজিলিয়ান ফুটবল।
১৯৮৭ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নেন্ডো, তিনি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
১৯৮৮ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাউলিনহো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
০৩০৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন কন্সটান্টিউস চলোরুস, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৭৯৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আঁদ্রে চেনিয়ের, তিনি ছিলেন ফরাসি কবি।
১৮৩৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল টেইলর কোলরিজ, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক, কবি ও সমালোচক।
১৯৩৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এঙ্গেল্বেরট ডোলফুস, তিনি ছিলেন অস্ট্রিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম চ্যান্সেলর।
১৯৬২ সালের এ দিনে মৃত্যুবরণ করেন থিবাউডেয়াউ রিনফ্রেট, তিনি ছিলেন কানাডিয়ান আইনজীবী ও আইনজ্ঞ ৯ তম প্রধান বিচারপতি।
১৯৭৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন লুই সেন্ট লরেন্ট, তিনি ছিলেন কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
১৯৮০ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ভ্লাদিমির ভ্যসোটস্কাই, তিনি ছিলেন রাশিয়ান গায়ক, গীতিকার, গিটারবাদক ও অভিনেতা।
২০০২ সালের এ দিনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক, ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ইন্তেকাল করেন।
২০০৩ সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন সচলেসিঙ্গের, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য।
২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ইউকোচিং মারমা, তিনি ছিলেন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

এমজে/