ইতিহাসের এ দিনে : ১৪ আগস্ট

ইতিহাসের এ দিনে : ১৪ আগস্ট

১৪৩৭ সালের এ দিনে মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়।
১৫৫১ সালের এ দিনে তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
১৫৮৫ সালের এ দিনে রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
১৭৬২ সালের এ দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
১৭৯০ সালের এ দিনে সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।
১৮২৫ সালের এ দিনে বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিস্কার করতে সক্ষম হন৷
১৮৪৮ সালের এ দিনে গঠিত হয় ওরেগন এলাকা।
১৮৮৫ সালের এ দিনে জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
১৯০০ সালের এ দিনে দু হাজার যুক্তরাষ্ট্রের নৌ-সেনার অবতরণ ও পিংকি দখলের মধ্য দিয়ে বক্সার বিদ্রোহের অবসান।
১৯১২ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
১৯৩১ সালের এ দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
১৯৪১ সালের এ দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৫ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৭ সালের এ দিনে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয় ও ও কমনওয়েলথ অফ নেশনস যোগদান করে। সেই থেকে আজকের দিনে দেশটি স্বাধীনতা দিবস পালন করে।
২০০৮ সালের এ দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে মহিলাদের ৮০০ মিটার, ১০০ মিটার ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮.০৬ সময়ে ভাঙেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২৮ঘ.)