নেপালে একাধিক শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩

নেপালে একাধিক শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩

নেপালে পৃথক দুটি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

রবিবার বিকেল চারটার দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, কাঠমান্ডুর একটি দোকানে প্রথম শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও পাঁচজন আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি বাড়িতে। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়।

পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশ ধারণা করছে ঘটনাটি স্থানীয় কোনো মাওবাদী উপদল করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। নেপাল পুলিশের মুখপাত্র বিশ্ব রাজ পোখারেল এএফপিকে বলেছেন,‘আমরা দুটি ঘটনারই অনুসন্ধান চালাচ্ছি।’

গত এক দশক ধরে নেপালে বেশ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এর আগে দেশটিতে দশক ব্যাপী গৃহযুদ্ধ চলেছে। তবে ২০০৬ সালে শান্তিচুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়। তবে নেতাদের বিরুদ্ধে মূল বিপ্লবের আদর্শচ্যুতির অভিযোগ এনে মাওবাদী দল থেকে অনেক গেরিলা বের হয়ে যায়। এভাবে তাদের মধ্যে ভাঙন ধরে। ফেব্র“য়ারিতে এমন একটি মাওবাদী উপদলের হামলায় এক ব্যক্তি নিহত হয়। এরপর দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করে নেপাল সরকার।

এমজে/