যুক্তরাষ্ট্রে প্লেনে আগুন, জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রে প্লেনে আগুন, জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে লন্ডনগামী একটি প্লেনে হঠাৎ আগুন লাগায় বোস্টনে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ম্যাসাচুসেটস পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্লেনটিতে এসময় ২১৭ জন যাত্রী ছিল।

কোরি ট্যানার নামে প্লেনটির এক যাত্রী বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যেই প্রথম শ্রেণির কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছিল।

তিনি বলেন, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান, সেখানে একটি টেলিভিশনে আগুন লেগেছে।

পরে, ভার্জিন আটলান্টিক এক বিবৃতিতে জানায়, একটি ঘটনার কারণে ফ্লাইটটি ঘুরিয়ে নিতে হয়েছে। তবে, এতে আগুন লাগার বিষয়ে বিস্তারিত বলা হয়নি।

ধারণা করা হচ্ছে, যাত্রীদের একটি আসনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

এমআই