আফ্রিকায় খনি ধসে ৩০ জন নিহত

আফ্রিকায় খনি ধসে ৩০ জন নিহত

আফ্রিকার দেশ চাদে একটি অবৈধ খনি ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। খনির ধ্বংস্তূপে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

প্রদেশটির কৌরি বৌগুদি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে, এই ধসের ঘটনা ঘটলেও প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে দুর্ঘটনার খবর দেরিতে পৌঁছায় সংবাদমাধ্যমে। লিবিয়া সীমান্তের তিবেস্টি এলাকায় খনিটি অবস্থিত। প্রায় এক দশক আগে এখানে স্বর্ণ আবিষ্কারের পর থেকে অবৈধ খনন শুরু হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মহামত আবালি সালাহ জানান, লিবিয়া সীমান্তের নিকটবর্তী কৌরি বৌগুদিতে অবৈধভাবে এই খনিটি খোদাই করা হয়েছিল। এই ঘটনায় আমি ঠিক কতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। তবে এই খনিগুলিতে অনেক লোক কাজ করে, তাই অনেকেরই মৃত্যু হতে পারে।

ইউরোপ যেতে আগ্রহী সুদানের শরণার্থীরা অবৈধ খনিতে ব্যাপক হারে কাজ করত। খনিতে কাজ করে উপার্জিত অর্থ ইউরোপ যাওয়ার কাজে ব্যবহার করত সুদানি শরণার্থীরা।

এর আগে, জানুয়ারিতে আরব খনি এবং চাদের ওউদদাই সম্প্রদায়ের খনিরদের মধ্যে সংঘর্ষের ফলে "কয়েক ডজন" নিহত হয়েছেন।

কৌরি বাউগৌদিতে সোনার খনির সন্ধানের পর থেকে ২০১২ এবং ২০১৩ সাল থেকে এসব প্রদেশের নৃগোষ্ঠী, স্থানীয় এবং বিদেশি গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এমজে/