কাবুলে প্রতিরক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা, হতাহত

কাবুলে প্রতিরক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা, হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকার পরিচালিত একটি প্রতিরক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে আত্মঘাতী হামলা হয়েছে। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন অনলাইন আল জাজিরাকে। এই মন্ত্রণালয়ের উপ মুখপাত্র মারওয়া আমিনি বলেছেন, বিস্ফোরণ ঘটেছে সেখানে। এটা আত্মঘাতী হামলা। বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তবে তাদের সংখ্যা কত তা তিনি জানাতে পারেন নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, সরকার পরিচালিত প্রতিরক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয় মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির প্রবেশপথে এই বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শী সামিউল্লাহ বলেছেন, বিকট ছিল বিস্ফোরণ। এতে বাড়িঘর কেঁপে উঠেছে। এরপরই আমরা গুলির শব্দ শুনতে পাই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এম্বুলেন্স। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করে নি কেউ। প্রায় তিন মাস শান্ত থাকার পর কাবুলে এই হামলা হলো। গত বছর এই একাডেমির বাইরে তালেবানরা একই রকম আত্মঘাতী হামলা চালায়। তাতে নিহত হন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে এক ডজন মানুষ।

এমজে/