দিল্লির সহিংসতায় নিহত বেড়ে ৩৮

দিল্লির সহিংসতায় নিহত বেড়ে ৩৮

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবারও অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ নিয়ে গত রবিবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ। খবর এনডিটিভির।
এরই মধ্যে সহিংসতার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন, সহিংসতার ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহত বয়স্ক পরিবারকে ১০ লাখ ও নিহত নাবালক পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল।