চীনে আবারো বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

চীনে আবারো বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার প্রকোপ কমে যাওয়ায় তুলে নেয়া হয়েছে লকডাউন। তবে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার চীনের মূল ভূখণ্ডে ৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। যা এর আগের দিন ছিল মাত্র ৩৪ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, নতুন করে আক্রান্তদের ৯৭ জন বিদেশ ভ্রমণ করে এসেছে। আর মাত্র দুজন স্থানীয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৫২ জন চীনের সাংহাই'র।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ে আক্রান্ত ৫২ জনের মধ্যে ৫১ জনই রাশিয়া ভ্রমণ করে আসা। আক্রান্তের মধ্যে মাত্র একজন কানাডা ভ্রমণ করে এসেছেন। এদিকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়েও নতুন করে আরো ২১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এখানেও বেশিরভাগ রোগী রাশিয়া সফর করে এসেছেন।

চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫২ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন।

এমজে/