বিশ্বব্যাপী লকডাউনের মধ্যেই ইস্টার উদযাপন অব্যাহত

বিশ্বব্যাপী লকডাউনের মধ্যেই ইস্টার উদযাপন অব্যাহত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমাতে বিশ্ব ব্যাপী চলছে লকডাউন। তবে লকডাউনের মধ্যেও বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ইস্টার উদযাপন অব্যাহত রেখেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশ কঠোর লকডাউনের আওতায় থাকায় উপাসনার চিত্র বদলে গেছে।

কিছু ধর্মযাজক শনিবার এই ইস্টার সানডে উপলক্ষে ক্যামেরার সামনে প্রার্থনা করেছেন। খালি গির্জায় এই ফুটেজগুলোর মাধ্যমে প্রার্থণা সভা করা হচ্ছে। কিন্তু অন্যান্য অনেক দেশে প্রচলিত ঐতিহ্য মেনেই ইস্টার উদযাপন হয়েছে।

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে কঠোর বিধিনিষেধের অমান্য করেই তারা সমবেত হয়েছেন।

এদিকে প্রাণঘাতী এই করোনাভাইরাসে বিশ্ব ব্যাপী প্রায় ১৮ লাখ আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৮ হাজারের বেশি মানুষ। বিবিসি।

এমজে/