২৪ ঘণ্টায় ২৪০৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড যুক্তরাষ্ট্রের

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ড যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে থামছেইনা করোনাভাইরাসে প্রাণহানি, একদিনেই রেকর্ড ২,৪০৭ জন মারা গেছেন দেশটিতে। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ছয় লাখেরও বেশি মানুষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে কোন অনুদান না দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। বিশ্বের এই ক্রান্তিকালে সংস্থাটি দায়িত্ব পালনে ব্যর্থ ও চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে এমন অভিযোগ করেন ট্রাম্প।

এদিকে, মৃতের সংখ্যায় চতুর্থ দেশ হিসেবে ১৫ হাজারের বেশি মৃত্যুর তালিকাভুক্ত হলো ফ্রান্স। একদিনেই দেশটিতে ৭৬২ জনের প্রাণ গেছে। যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে নতুন করে ৭৭৮ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো।

ইতালিতে একদিনে ৬০২ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এছাড়াও অব্যাহত মৃত্যুতে স্পেনে এখন মৃতের সংখ্যা ১৮ হাজারের বেশি।

এছাড়া সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এখন প্রায় ২০ লাখ। মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। সাড়ে চার লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।