মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প,মৃতের সংখ্যা ৪

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প,মৃতের সংখ্যা ৪

মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৯ মিনিটে ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে কম্পনটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে একজন রাষ্ট্রীয় তেল কম্পানি পেমেক্সের কর্মী। কম্পনের সময় মাথায় শিলা পড়ে তার মৃত্যু হয়। তবে ভূমিকম্পে অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর।

এদিকে ভূমিকম্পের পরেই উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে বলছেন দেশটিরে ভূতাত্বিক জরিপ বিভাগ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২ মিটার পর্যন্ত বেড়েছে। উপকূলীয় এলাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।

কম্পনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর। এবারের ভূমিকম্পের উৎস ছিল সান পেদ্রো পচুতলা শহর থেকে ৬৯ কিলোমিটার উত্তর পূর্বে।

এর আগে ২০১৭ সালে মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৫৫ জন মানুষের প্রাণহানি ঘটে।

এমজে/