আবারো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা

আবারো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা

ইরাক এবং কুয়েতের সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী এ খবর দিয়েছে।

ওই বহরে কোনো যুক্তরাষ্ট্রের সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাগদাদের স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে ওই হামলা হয়।

ইরাকের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রায়ই মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এই ক্রসিং পয়েন্ট দিয়ে পার করে। বিদেশি বিভিন্ন কোম্পানি ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখভাল করে থাকে বলে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে। হামলার ব্যাপারে কুয়েতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

ইরাকের কম পরিচিত একটি গেরিলা বাহিনী আসহাবে কাহাফ হামলার দায়িত্ব স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছেন, হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।