যুক্তরাষ্ট্রে একইদিনে একই শহরে ৩ জায়গায় বন্দুকধারীর হামলা, আহত ১৭

যুক্তরাষ্ট্রে একইদিনে একই শহরে ৩ জায়গায় বন্দুকধারীর হামলা, আহত ১৭

যুক্তরাষ্ট্রের সিনসিনেটি শহরের তিনটি জায়গায় পৃথকভাবে একইদিনে চললো বন্দুকধারীর হামলা। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় গতকাল রবিবার (১৬ আগস্ট) এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ প্রধান পল নিউডিগেট জানিয়েছেন, শহরের ওভার দ্য রাইন এলাকায় ১০ জনকে গুলি করা হয়েছে। সম্ভবত দু’‌জন মারাও গেছেন। ওয়ালনাট হিলস্‌ এলাকায় তিনজনকে গুলি করা হয়েছে। অ্যাভোনডেলে গুলি চলেছে চারজনের ওপরে। এই চারজনের মধ্যেও সম্ভবত দু’‌জন প্রাণ হারিয়েছেন।

সংবাদসংস্থার মাধ্যমে জানা গেছে, এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে শহরের তিন জায়গায় গুলি চলেছে। নিউডিগেটের মতে, হয়ত এই তিনটি ঘটনা সংযুক্ত নয়। কিন্তু খুবই ভয়াবহ এবং দুঃখজনক। আপাতত কাউকে আটক করা যায়নি। কিন্তু ঘটনাগুলি কেন ঘটল সেটাই প্রশ্ন।

ইতোমধ্যে তদন্ত চলছে বলে জানাল সিনসিনেটি পুলিশ। জুলাই মাসে ‘‌দ্য এনকোয়ারার’‌ খবর করেছিল, গত বছরের তুলনায় এবছর সে শহরে নির্মমতা অনেক বেড়েছে। বন্দুকের ব্যবহারও যে বেড়েছে। সেটাও দেখিয়েছিল তারা।

এমজে/