কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ‘বানর পক্স’ ১০ জনের মৃত্যু

কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ‘বানর পক্স’ ১০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে বানর পক্সের প্রাদুর্ভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ রোগে ১৪১ জন আক্রান্তের খবর দিয়েছে। বিবিসি।

শানকুরু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইমে আলেঙ্গো স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইটকে বলেছেন, ‘জরিপের প্রথম সপ্তাহ থেকে ৩৩তম দিন পর্যন্ত আমরা ১৪১ জন রোগী শনাক্ত করেছি, মারা গেছেন ১০ জন।’

আলেঙ্গো জানান, এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে পাঁচ বছরের কমবয়সী শিশুরা।

আফ্রিকার আরও কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়াচ্ছে বলে খবর তার।

জরুরি স্বাস্থ্য বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান দফতর বলেছে, বর্তমান জরুরি অবস্থায় এই প্রাদুর্ভাব মোকাবেলায় তহবিল সংগ্রহ করার মতো চ্যালেঞ্জ তাদের নিতে হচ্ছে।

মাঙ্কিপক্স ভাইরাস এক ধরনের অর্থোপক্সভাইরাস, যার লক্ষণ গুটি বসন্তের মতো হলেও ততটা গুরুতর নয়।

এমজে/