বিশ্বে ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে করোনা আক্রান্ত

বিশ্বে ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে করোনা আক্রান্ত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে বলে শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে। চীন থেকে ছড়ানো এ মহামারিতে গত ১০ মাসে সারা বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ১২৫ জন সেরে উঠেছেন। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭৫ লাখের বেশি আক্রান্ত এবং ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

আক্রান্তদের তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শরীরে ভাইরাস নিয়েই তিনি বুধবার অফিসে ফিরেছেন। হোয়াইট হাউজের এক চিকিৎসক বৃহস্পতিবার জানিয়েছেন যে ট্রাম্প তার থেরাপি সম্পন্ন করেছেন এবং শনিবার জনসম্মুখে আসতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক দিনে নতুন আক্রান্তে রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে। গত ২ অক্টোবর ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জনের আক্রান্ত হওয়ার রেকর্ডটি নতুন করে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জনের আক্রান্তের মধ্য দিয়ে ভেঙে গেছে।

বিশ্বের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন দেশে সর্বাধিক দৈনিক আক্রান্তের ঘটনা ঘটছে। ভারতে ৭৮ হাজার ৫২৪, ব্রাজিলে ৪১ হাজার ৯০৬ এবং যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেশে আরও ১ হাজার ৬৮৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৬.৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।