বড় ব্যবধানে জয়ী হব: ট্রাম্প

বড় ব্যবধানে জয়ী হব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার জয়ের দৃঢ় সম্ভাবনা রয়েছে এবং তিনি এবার গতবারের চেয়েও বেশি ইলেক্টোরাল ভোট পাবেন। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেছেন, জয় ঘোষণার ক্ষেত্রে তিনি কোনও ‘খেলা খেলবেন না’।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ চলছে। এদিন সকালে ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেসময় তিনি বলেন, ‘গতবার আমি ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলাম এবং সেটা অনেক বড় সংখ্যা ছিল। আমি মনে করি এবার তার চেয়ে বেশি ভোট পাব। সে সংখ্যাটা এবার টপকে যাব। আমি মনে করি, আমাদের আরও ভালো কিছু হবে। আমরা যেসব কাজ করেছি তার প্রশংসা করে জনগণ।’

মিশিগানে সাম্প্রতিক সমাবেশে বিপুল জমায়েতের প্রসঙ্গ টেনে একে ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভালো, আমাদের খুব ভালো লাগছে।’ এরপর এ রিপাবলিকান নেতা বলেন, ‘জয়েল দৃঢ় সম্ভাবনা’ আছে বলে বিশ্বাস করেন তিনি।

কাকে ভোট দেবেন তা এখনও চূড়ান্ত করেননি যেসব ভোটার, তাদের প্রতিও বার্তা দিয়েছেন ট্রাম্প। করোনাভাইরাস মহামারির আগে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল দাবি করে সেদিকে মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন তাদের। ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি গড়ে তুলেছি। এমন কিছুর কারণে এটি ভয়াবহভাবে ব্যাহত হয়েছে, যা কখনও হওয়া উচিত নয়।’