নেভাদা জিতলেই বাইডেন প্রেসিডেন্ট

নেভাদা জিতলেই বাইডেন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলের দিকে তাকিয়ে বিশ্ব। পোস্টাল ভোট গণনায় দেরি হওয়ায় ভোটের ফল পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে। ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন এগিয়ে থাকলেও কয়েকটি সুইং রাজ্যের ফল ঘোষণা এখনও বাকি। সে কারণে একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

নাভাদা অঙ্গরাজ্যের ভোটের ফলের দিকে এ মুহূর্তে সবার দৃষ্টি। ওই রাজ্যে দুই প্রার্থীর প্রতিযোগিতা তীব্র। খবর বিবিসি ও ইউএসএ টুডের।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে। তবে ২০০০ ও ২০০৪ সালের নির্বাচনে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এই রাজ্যে জয় পান।

এপির খবরে বলা হয়েছে, নাভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। নাভাদায় ছয় ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে যিনি জিতবেন ৬ ভোট তার সঙ্গে যোগ হবে।

নাভাদা রাজ্যের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ফল প্রকাশ করা হবে।

মার্কিন নির্বাচনে জো বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।

এমজে/