ভোট গণনা চলছে, বিজয়ী ঘোষণা যে কোন মুহূর্তে

ভোট গণনা চলছে, বিজয়ী ঘোষণা যে কোন মুহূর্তে

বৃহস্পতিবারও, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণা করা যায় নি ; তবে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী, জো বাইডেন, ২৫৩ টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর শক্ত অবস্থান, বিজয় নিশ্চিত করতে পারেI এই ফলাফলে অসন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প, ভোট গণনায় জালিয়াতির অভিযোগ এনে নির্ধারণী রাজ্যগুলির বিরুদ্ধে ল' সুট জারি করেছেন।

কোনো প্রমাণাদি ছাড়াই তিনি, ডেমোক্রেটসদের ব্যাপক জালিয়াতি ও অনিয়মের জন্য দোষারোপ করে বলেন, এসব অনিয়ম, আমাকে পুনঃনির্বাচনে জয়ী হতে বাধা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "এটি এমন নির্বাচন, যেখানে তারা, আমার নির্বাচনকে চুরি করেছে। তারা জালিয়াতি করার চেষ্টা করছে, এটা হতে দেয়া যায় না"।

যুক্তরাষ্ট্রের ৪টি রাজ্য, জর্জিয়া, পেনসিলভেনিয়া, আরিজোনা এবং নেভাডায় ভোট গণনা বৃহস্পতিবার রাত অব্দি অব্যাহত থাকে।

এই চারটি রাজ্যের ফলাফলই নির্ধারণ করবে, পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিয়ে, ট্রাম্প বাহিনী, বিপুল সংখ্যক 'অবসেনটি বা মেইল ইন' ভোট গণনা বন্ধ করে দিতে চান। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা এসব 'মেইল ইন' ভোট জো বাইডেনের বিজয়ের পথ সুগম করে দেবে।

বিদেশী পর্যবেক্ষক দল ও ইউরোপীয় সংসদীয় নজরদারি দলের সদস্যরা, এরই মাঝে শুভ সংবাদ দিচ্ছেন। তারা জানান, দুটি দলের কোনো অন্যায় আচরণ বা ধারাবাহিক কোনো অনিয়ম তারা দেখেন নি।

ইউরোপীয় নজরদারি দলের প্রধান, মাইকেল জর্জ লিংক, যুক্তরাষ্ট্র সরকারের প্রশংসা করে বলেন, যে সরকার, এদেশে যে কেউই নিখুঁত নন, তা দেখাবার হিম্মত রাখেনI