ক্ষোভ, তিক্ততা ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান বিজয়ী বাইডেনের

ক্ষোভ, তিক্ততা ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান বিজয়ী বাইডেনের

 

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ক্ষোভ আর তিক্ততাকে পেছনে রেখে ঐক্যবদ্ধ জাতি গড়ার আহবান জানিয়েছেন।

শনিবার জয় নিশ্চিত হওয়ার এক বিবৃতিতে বাইডেন বলেন, বাইডেন বলেন, ‘প্রচার শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষোভ এবং তিক্ত বক্তব্যকে পেছনে ফেলে দেওয়ার এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে’।

তিনি বলেন, ‘বাধার মুখেও যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক জনগণ ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।’

বাইডেন বলেন, ‘জনগণ বিশ্বাস করে আমাকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যে দায়িত্ব দিয়েছে তাতে আমি আপ্লুত এবং সম্মানিত।’

তিনি বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার এবং ক্ষতি নিরসন করার সময়। আমরা ইউনাউটেড স্টেটস অব আমেরিকা। আমরা ঐক্যবদ্ধ হলে এমন কিছু নেই যা করতে পারি না।’