যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভঙ্গ করেছে। এদিন ২৪ ঘণ্টায় দুই লাখ এক হাজার ৯৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০১৩০ টা) এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি দুই লাখ ৩৮ হাজার ২৪৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট দুই লাখ ৩৯ হাজার ৫৮৮ জনে দাঁড়ালো।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে এক হাজার ৫৩৫ জন ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে লড়াই চালিয়ে গেলেও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবিলার তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন।

এ মহামারি ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে লাখ লাখ লোক চাকরি হারিয়েছেন।

এমজে/