বাইডেনের শপথ ঘিরে তাণ্ডব চালাতে পারে ট্রাম্প সমর্থকরা: এফবিআই

বাইডেনের শপথ ঘিরে তাণ্ডব চালাতে পারে ট্রাম্প সমর্থকরা: এফবিআই

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাম্প সমর্থকরা আবারও তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

এ ব্যাপারে একটি গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে এফবিআই। এতে বলা হয়েছে, বাইডেনের শপথ অনুষ্ঠান বানচালের জন্য দেশটির ৫০টি রাজ্যেই শসস্ত্র হামলার পরিকল্পনা করছে টাম্পের সমর্থক উগ্রবাদী শ্বেতাঙ্গ সংগঠন। খবর বিবিসির।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। এ কারণে অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে নিরাপত্তা বাহিনী।

এদিকে জো বাইডেন সোমবার সাংবাদিকদের বলেছেন, ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিতে তিনি ভয় পাচ্ছেন না।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্যাপিটল ভবনের বাইরে শপথ নেবেন বলে জানা গেছে। তাদের শপথ নেওয়ার দুই সপ্তাহ আগে ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা।

এ কারণে শপথ অনুষ্ঠান ঘিরে থাকবে দেড় হাজার জাতীয় নিরাপত্তা রক্ষীর (ন্যাশনাল গার্ড) বলয়।

হোল্যানাড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাদ ওলফ সোমবার জানিয়েছেন, বুধবার থেকে মার্কিন গোয়েন্দারা শপথ অনুষ্ঠান সামনে রেখে ছয় দিনের বিশেষ মহড়া শুরু করবে।

এমজে/