‘এটা তো কেবল শুরু’-অভিশংসন থেকে রেহাইয়ের পর ট্রাম্প

‘এটা তো কেবল শুরু’-অভিশংসন থেকে রেহাইয়ের পর ট্রাম্প

দ্বিতীয় দফায় সিনেটে অভিশংসন থেকে রেহাই পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা তো কেবল শুরু হয়েছে’।

গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে সিনেটে তোলা অভিশংসন প্রস্তাবে ভোটাভুটির পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের ঐতিহাসিক দেশপ্রেম নিয়ে ‘গ্রেট আমেরিকার অ্যাগেইন’ আন্দোলন সবে শুরু হলো। সামনের দিনগুলিতে আপনাদের সাথে অনেক কিছু ভাগ করে নিতে হবে। আমেরিকাকে গ্রেট করে তোলার জন্য আমাদের অবিশ্বাস্য যাত্রা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।

তিনি বলেন, সামনে আমাদের অনেক কাজ। শিগগিরই আমেরিকার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে একসঙ্গে কাজ করব।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। শনিবারের ভোটে তাদের সঙ্গে ৭ রিপাবলিকান আইনপ্রণেতাও ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেন। সব মিলিয়ে ৫৭জন আইনপ্রণেতা ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেন।

এমজে/