বিশ্বে মানবাধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র বৈশ্বিক ভূমিকায় ফিরবে: বাইডেন

বিশ্বে মানবাধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র বৈশ্বিক ভূমিকায় ফিরবে: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বে মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক ভূমিকায় ফিরে আসবে।

মঙ্গলবার সিএনএনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাইডেন একথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন বাইডেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রসঙ্গে তিনি বলেন, ‘চীন নিজ কর্মফল ভোগ করবে এবং তিনি সেটা জানেন’।

অনুষ্ঠানে চীনের মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বাইডেন বলেন, ‘চীন বিশ্বনেতা হওয়ার জন্য অন্যান্য দেশসমূহের আস্থা অর্জনের খুব চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ তারা মৌলিক মানবাধিকারের পরিপন্থী এমন কার্যকলাপে নিযুক্ত থাকবে ততদিন তাদের পক্ষে এটি করা কঠিন হবে’।

এমজে/