পুতিনের সঙ্গে কথা বলতে বাইডেনের ‘না’

পুতিনের সঙ্গে কথা বলতে বাইডেনের ‘না’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটন তা গ্রহণ করেনি। নিউইয়র্ক পোস্টের খবরে এ কথা জানানো হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত সময়ের কথা উল্লেখ করেছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।

জো বাইডেন গত বুধবার এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেন। তিনি ২০২০ সালের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, পুতিনকে এজন্য মূল্য দিতে হবে।

কিন্তু পুতিন বাইডেনের ওই কড়া বক্তব্যের নমনীয় প্রতিক্রিয়া জানান এবং তিনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, বাইডেনের সঙ্গে তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিতে চান।

কিন্তু হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন।’

এর আগে বাইডেনের কড়া বক্তব্যের পর করণীয় নির্ধারণ করতে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে প্রত্যাখান করে দেশে ফিরিয়ে আনেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।