ভারতে করোনায় একদিনে আরও ৪ হাজার মানুষের মৃত্যু

ভারতে করোনায় একদিনে আরও ৪ হাজার মানুষের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।যা একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড।

এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন।

এই নিয়ে তৃতীয় বার ভারতে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পার হলো। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে দৈনিক মৃত্যুকেও পৌঁছে দিয়েছে ৪ হাজারের দোরগোড়ায়।

বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৮০ জনের। শুক্রবার মারা গেছেন আরও ৩ হাজার ৯১৫ জন।

এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত।

মৃত্যু সংখ্যায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।তবে, করোনা পরিস্থিতিতে বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থা এখন ভারতের।

বর্তমানে প্রতিদিন যে সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন এবং যে সংখ্যক রোগীর মৃত্যু হচ্ছে ভারতে, তা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এমনকি এই সংখ্যায় আক্রান্ত এবং মৃত্যু কোভিডের কারণে বিশ্বের কোনও দেশেই হয়নি।

বিপুল আক্রান্তের জেরে ভারতের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩৬ লাখ ৪৫ হাজার ১৬৪ জন।

এমজে/