পতাকা বহন করায় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিল ইসরাইলি পুলিশ

পতাকা বহন করায় ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিল ইসরাইলি পুলিশ

পূর্ব-জেরুজালেমের আল-কুদস এলাকায় ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় এক ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ।

এতে পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে শিশুটি। তবে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। রাস্তাঘাটে ফিলিস্তিনিদের ওপর প্রায়ই এভাবে গাড়ি তুলে দেয় জায়নবাদীরা।

গাড়িচাপা দেওয়া ওই শিশুর নাম জাওয়াদ আব্বাসি। বয়স মাত্র ১৫ বছর। গাড়িচাপা দেওয়ার পরই আটক করা হয় শিশুটিকে। আটকের পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাকে।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।

এমজে/