ফরাসি প্রেসিডেন্টকে চড়

ফরাসি প্রেসিডেন্টকে চড়

 

ভিড়ের মধ্যে আচমকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে চড় দিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি।

রয়টার্স জানায়, মঙ্গলবার ইমানুয়েল ম্যাখোঁ দক্ষিণ-পূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে সফরে যান। সেখানে তিনি কোভিড -১৯ মহামারির পর স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে কথা বলার জন্য করোনা থেকে সেরে ওঠা ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হাতা গুটানো শার্ট পরা ম্যাখোঁ ধাতব বেড়ার অপর পাশে থাকা সমর্থকদের ভিড়ের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন।

সেসময় সবুজ টি-শার্ট পরা একজনকে শুভেচ্ছা জানানোর জন্য হাত বাড়িয়ে দেন ম্যাখোঁ। ওই লোকটির মুখে চশমা ও মাস্ক ছিল। ভিডিওতে দেখা গেছে, ম্যাখোঁ হাত বাড়িয়ে দেওয়ার পর ওই লোকটি ‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’ বলে চিৎকার করে তার গালে চড় মারেন।

এরপরই ম্যাখোঁর নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরেন এবং ম্যাখোঁকে সরিয়ে নিয়ে যান।

বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে, এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স।

এলিসি প্যালেস ম্যাখোঁর ওপর আক্রমণের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে আর কোনও মন্তব্য করতে রাজি হয়নি।