পেন্টাগনের পাশে হামলায় নিহত ১

পেন্টাগনের পাশে হামলায় নিহত ১

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের হেডকোয়ার্টার পেন্টাগনের পাশে বন্দুক হামলার ঘটনায় একজন পুলিশ নিহত হয়েছে। মঙ্গলবার পেন্টাগনের পাশে মেট্রো স্টেশনে আচমকা গুলির শব্দ পাওয়া যায়। সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সিএনএন জানিয়েছে, এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া নিরাপত্তারক্ষীরা এক ব্যক্তিকে গুলি করেছেন বলে জানিয়েছে এপি।

ঘটনার পর পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিটি টুইটারে জানায়, বর্তমানে পেন্টাগনে লকডাউন চলছে। ট্রানজিট পয়েন্টে গুলি চলার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকা থেকে দূরে থাকুন।

রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে গুলাগুলির পেছনে কারা জাড়িত কিংবা এই হামলা কারা, কী কারণে চালিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কথা বিবেচনায় পেন্টাগন বন্ধ করে দেওয়া হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তা আবার খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিভি/এমএস