কাবুলে সামরিক হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণ

কাবুলে সামরিক হাসপাতালের কাছে জোড়া বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়ি বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগান অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের জানান, চার শ' শয্যার হাসপাতালটির গেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোসতি জানিয়েছেন, বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে মোট হতাহতের সংখ্যা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাবুলে বিস্ফোরণের ফলে ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় বাখতার নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হাসপাতালের কাছে আইএসের যোদ্ধাদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়।

এমজে/