বুলগেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত ৪৬

বুলগেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত ৪৬

বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাসে দুর্ঘটনার পর আগুন লেগে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ার মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই নিকোলভ বেসরকারি চ্যানেল বিটিভি’কে জানান, ঘটনার শিকার হয়েছেন বেশিরভাগ শিশু। এদের মধ্যে সাতজন গুরুতরভাবে দগ্ধ হওয়ায় তাদের সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই আগুন ধরে যাওয়ায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।

পরে মন্ত্রণালয় থেকে নিহতের সংখ্যা ৪৬ জন জানানো হয়। বাসটিতে ৫৩ জন পর্যটক ছিলেন। এদের বেশিরভাগ উত্তর মেসিডোনিয়ার। তারা সোফিয়া যাচ্ছিলেন।

এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় বাস থেকে দগ্ধ সাতজন লাফিয়ে বের হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা এখন স্থিতিশীল।

উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি বলেছেন, পর্যটকদের দলটি তুরস্কের ইস্তাম্বুলে এক সপ্তাহ ভ্রমণ শেষে স্কোপজে ফিরছিলেন।

এমজে/