ফক্স নিউজের রিপোর্টারকে ফোন করে দুঃখ প্রকাশ করলেন প্রেসিডেন্ট বাইডেন

ফক্স নিউজের রিপোর্টারকে ফোন করে দুঃখ প্রকাশ করলেন প্রেসিডেন্ট বাইডেন

হোয়াইট হাউস করেসপন্ডেন্ট

সংবাদ সম্মেলনে ফক্স নিউজের এক সাংবাদিক পিটার ডুসির প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে কটু মন্তব্য করে বসেন তিনি। সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। তবে তিক্ত এ ঘটনার ঘণ্টা খানেক পরই বাইডেন সাংবাদিক পিটার ডুসিকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন। এবং বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষের দিকে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি মুদ্রাস্ফীতি নিয়ে প্রেসিডেন্ট প্রশ্ন নিবেন কিনা জানতে চেয়েই প্রশ্ন ছুড়ে দেন— মুদ্রাস্ফীতির রাজনৈতিক কোনো দায় আছে কী না। এমন প্রশ্নে মেজাজ হারিয়ে বাইডেন বলেন, দ্যাটস এ গ্রেট অ্যাসেট, মোর ইনফ্লেশন (আরও মুদ্রাস্ফীতি, এটা বড় একটা সম্পদ )। এরপরেই অশালীন কথা বের হয়ে যায় বাইডেনের মুখ থেকে।

তিনি বলেন, হোয়াট এ স্টুপিড সান অফ এ বি*।

বাইডেনের মুখ ফকসেই এমন কথা বের হয়ে গেছে। মাইক্রোফোন চালু ছিল সেটা তিনি বুঝতে পারেননি।