ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

ইউক্রেন উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বেলারুশের সঙ্গে যৌথভাবে সামরিক মহড়ার সময় এই পরীক্ষা চালানো হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নোভস্তির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের আলেক্সান্দার লুকাশেঙ্কো ক্রেমলিনে একসঙ্গে বসে দুই দেশের মধ্যকার যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করেন।

শনিবার বেলারুশের সঙ্গে বিশাল সামরিক মহড়ায় এ ছাড়াও জেট, হেলিকপ্টার, ট্যাংক এবং প্যারাট্রুপার প্রদর্শন করে রাশিয়া। যৌথ মহড়ায় যোগ দেয় রুশ নৌসেনারাও। ইউক্রেন উত্তেজনার মধ্যে যৌথ সামরিক মহড়া চলবে আগামী ১০ দিন।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ক্রিমিয়া ও ককেসাস উপকূলীয় সীমান্তে একের পর এক সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে। এদিকে, যুদ্ধের আশঙ্কায় পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চল ছাড়ছেন সেখানকার বাসিন্দারা।

অন্যদিকে, জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে, রাশিয়া এখন শুধু হামলার অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।