ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা: কমলা

ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা: কমলা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে ‘অভূতপূর্ব’ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট।

কমলা হ্যারিস বলেন, আমরা শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বসে থাকব না, ন্যাটো মিত্র জোটকে নিয়ে আমরা পূর্ব ইউরোপে শক্তি জমায়েত ঘটাবো।

জার্মানির মিউনিখে নিরাপত্তা কনফারেন্সে বক্তৃতাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘হামলা হলে মিত্রদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র সামনে আগাবে। এ ছাড়া আর্থিক নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। রাশিয়ার আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো এবং এর সঙ্গে জড়িতদের টার্গেট করে ব্যবস্থা নেওয়া হবে।’