কিয়েভে মুহুর্মুহু বিস্ফোরণ, ‘শত্রুবিমান’ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

কিয়েভে মুহুর্মুহু বিস্ফোরণ, ‘শত্রুবিমান’ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে একটি ‘শত্রুবিমান’ ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, ‘শত্রুবিমান’টি একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্স বলছে—বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে পাইলট ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো বার্তা আদান-প্রদানমাধ্যম টেলিগ্রামে জানান, একটি নয় তলা-বিশিষ্ট আবাসিক ভবনে আগুন লেগেছে।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেসব ইউক্রেনের বিমান বাহিনী ওই উড়োজাহাজে গুলি চালানোর শব্দ ছিল বলে জানান হেরাশচেঙ্কো।

রাশিয়া গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। রাশিয়ার হামলার পর প্রথম দিনে ইউক্রেনে শতাধিক নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।