রুশ সৈন্যদের মৃতদেহ সরিয়ে নিতে রেডক্রসকে ইউক্রেনের আহ্বান

রুশ সৈন্যদের মৃতদেহ সরিয়ে নিতে রেডক্রসকে ইউক্রেনের আহ্বান

ইউক্রেন বলছে, যুদ্ধে এ পর্যন্ত যে “হাজার হাজার” রুশ সৈন্য নিহত হয়েছে - আন্তর্জাতিক রেড ক্রসের উচিত সেসব মৃতদেহগুলো সরিয়ে নিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংএ এ কথা বলেন।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানায় যে যুদ্ধে ৩,৫০০-রও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে । তবে রাশিয়া এখন পর্যন্ত কোন হতাহতের কথা স্বীকার করেনি।

পশ্চিমের সাথে কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন নেই- মেদভেদিয়েভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদিয়েভ বলছেন পশ্চিমের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন মস্কোর নেই।

পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এই মন্তব্য করেছেন।

ভ্লাদিমির পুতিন ২০২০ সালে মিঃ মেদভেদিয়েভকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেছিলেন। তিনি এখন মস্কোর নিরাপত্তা পরিষদের ডেপুটি সভাপতি হিসাবে কাজ করছেন। তিনি রাশিয়ার সামাজিক মাধ্যম নেটওয়ার্ক ভিকে-তে লিখেছেন- “দূতাবাসগুলোতে এখন তালা ঝুলিয়ে দেবার সময় হয়েছে”।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মস্কো ইউক্রেনের ওপর তাদের আক্রমণ অব্যাহত রাখবে। তবে মি. পুতিনের লক্ষ্য আসলে কী তা এখনও স্পষ্ট নয়।

কাউন্সিল অফ ইউরোপ বা ইউরোপীয় পরিষদ থেকে রাশিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের নিন্দা করেছেন মিঃ মেদভেদিয়েভ। তবে তিনি বলেছেন এর একটা ভাল দিক হল এর ফলে রাশিয়া তার আইনে মৃত্যুদণ্ড আবার ফিরিয়ে আনার সুযোগ পাবে।