বিরল অধিবেশনের ডাক দিলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

বিরল অধিবেশনের ডাক দিলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের এই সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বসছে। ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবেই বিরল এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

রোববার সাধারণ পরিষদের বৈঠক ডাকার প্রস্তাবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোট হয়। এতে ১১টি ভোট প্রস্তাব পাশের পক্ষে পড়ে। পদ্ধতিগত কারণে এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া। আর প্রস্তাবের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।