৫ হাজার ৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

৫ হাজার ৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গত পাঁচ দিনে ৫ হাজার ৭১০ জন রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা এ দাবি করেছেন। খবর বিবিসির।

ফেসবুকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র এ দাবি করেন। ওই মুখপাত্র আরও বলেন, ইউক্রেনীয় বাহিনী দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করেছে। এ ছাড়া পাঁচ দিনের সশস্ত্র লড়াইয়ে রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করছে ইউক্রেন সেনাবাহিনী।

তবে ইউক্রেনের সেনাপ্রধানের মুখপাত্রের করা এসব দাবির সত্যতা তাৎক্ষণিক এককভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের ধারণা, ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর রুশ সামরিক বাহিনীর ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার মস্কোর কর্মকর্তারা প্রথমবার ইউক্রেন অভিযানে তাঁদের সেনা হতাহতের কথা স্বীকার করেন। তবে হতাহতের কোনো সংখ্যা জানায়নি রাশিয়ার সেনাবাহিনী।

এমজে/