বিশ্ববাজারে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল আন্তর্জাতিক তেলের বাজার। এরইমধ্যে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে তেলের দাম। ব্যারেলপ্রতি তেল এখন বিক্রি হচ্ছে ১৩৯ ডলারে। সর্বশেষ ২০০৮ সালে তেলের এত দাম দেখেছে বিশ্ব। ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ বাধাগ্রস্থ হতে পারে, এমন আশঙ্কা থেকেই জ্বালানীর বাজার উত্তাল হয়েছে। বিশ্বজুড়ে এরইমধ্যে জ্বালানী তেলের এই দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। বিবিসি জানিয়েছে, তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন আবাসিক বিলও বাড়ানো হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কাপ্রকাশ করছেন, এ সংকট চলতে থাকলে আগামী তিন মাসের মধ্যে তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১৫০ মার্কিন ডলার ছাড়াতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানি তেল দিয়ে রাশিয়ার ঘাটতি পূরণ সম্ভব হবে না। সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া। তারা দৈনিক ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে। ফলে মস্কোর ওপর জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তা সংকট আরও বাড়িয়ে দেবে।

এমজে/